
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : কানাডায় জি-৭ বিদেশমন্ত্রীদের শক্তি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক আউটরিচ সেশন-এ অংশ নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৈঠকে ডঃ জয়শঙ্কর ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কানাডায় জি–৭ বিদেশমন্ত্রীদের আউটরিচ অধিবেশনের ফাঁকে ইউক্রেন ও সৌদির বিদেশমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
জয়শঙ্কর বলেছেন যে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে তাঁর উপযোগী আলোচনা হয়েছে, যিনি সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ইউক্রেনের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন। তিনি সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও জ্বালানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গেও আলোচনা করেছেন বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। তিনি ফ্রান্স, জার্মানি, ব্রাজিল এবং ইংল্যান্ডের বিদেশমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য