আগামী ১৫ নভেম্বর হাফলঙে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘জনজাতি গৌরব দিবস’
হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য পরিষদ এবং ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘জনজাতি গৌরব দিবস’ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ প্রাঙ্গণে
সাংবাদিক সম্মেলনে কথা বলছেন দনপাইনন থাওসেন


হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য পরিষদ এবং ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘জনজাতি গৌরব দিবস’ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ প্রাঙ্গণে উদযাপন করা হবে।

আজ বৃহস্পতিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন করে পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন বলেন, আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘জনজাতি গৌরব দিবস’ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ এবং ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হবে। দনপাইনন থাওসেন বলেন, বিশেষ করে ‘জনজাতি গৌরব দিবস’-এ ডিমা হাসাও জেলার জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ১৫ নভেম্বর সকাল ১০টায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ প্রাঙ্গণে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপন করা হবে। এদিন প্রথমে ভগবান বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এই অনুষ্ঠানে ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত লোকসংস্কৃতি ও নৃত্য প্রদর্শন হবে। তাছাড়া থাকবে বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর হস্ততাঁত শিল্পের প্রদর্শনী, বিভিন্ন সরকারি বিভাগের প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর পরম্পরা খাবারের স্টল।

এছাড়া নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যাঁদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে তাঁদেরও শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। বিশেষ করে রানি মা গাইদিনলিউ, বীর শম্ভুধন ফংলো, জয়া থাওসেন, জাদনাং চংপাজাও ডুংঙ্গেলের মতো জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে বলে জানিয়েছেন দনপাইনন থাওসেন।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের যুগ্মসচিব রেবেকা চাংসন, অতিরিক্ত জেলা কমিশনার একে ইলিয়াস নসিম আহমেদ, তথ্য ও জনসংযোগ আধিকারিক পূরবী ফংলো, এসডিআইপিআর রিজিত নুনিসা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande