লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত বন্ধই থাকবে, জানালো ডিএমআরসি
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত বন্ধই থাকবে। বৃহস্পতিবার সকালে ডিএমআরসি-র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত কারণে লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত
লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত বন্ধই থাকবে, জানালো ডিএমআরসি


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত বন্ধই থাকবে। বৃহস্পতিবার সকালে ডিএমআরসি-র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত কারণে লালকেল্লা মেট্রো স্টেশন আপাতত বন্ধ থাকবে।

ডিএমআরসি জানিয়েছেন, বাকি সমস্ত স্টেশনে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলাচল করছে। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় ৮ জনের (সরকারি সূত্রে দাবি মৃত ৮), এছাড়াও কমপক্ষে ১৫ জন আহত হন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সেই বিস্ফোরণের তদন্ত করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande