
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (‘কিফ’) শেষ দিনের অনুষ্ঠানে বিশ্বের সিনে–নির্মাতাদের জন্য বাংলার দরজা খুলে দেওয়ার আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩১তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের অন্তিম লগ্নেও বিশ্বসিনেমার মানচিত্রে টলিউডের উজ্জ্বল মাইলফলক গড়ার জন্য বিদেশি পরিচালকদের বাংলায় এসে কাজ করার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠানে আন্তর্জাতিক সিনে আঙিনার তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সেখানেই ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা দিলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাদের অতিথি বটে, তবে আমরা আপনাদের নিজের পরিবারের সদস্য বলেই মনে করি। আমরা ভাইবোন। আর এই গোটা বিশ্ব একটাই পরিবার। হয়তো আমরা ভিন্ন দেশের মানুষ। তবে বাংলা ‘বিবিধের মাঝে মিলন মহান’ মন্ত্রে বিশ্বাসী। আমরা পারস্পারিক বোঝাপড়ায় বিশ্বাসী। বাংলার মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমনই আতিথেয়তাও জানে। ‘কিফ’-এ যোগ দেওয়া ৩৯টি দেশের সমস্ত সিনেব্যক্তিত্বদের ধন্যবাদ জানানোর জন্য আজ আমি এখানে এসেছি।” এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেনির্মাতাদের টলিউডের সঙ্গে গাঁটছড়া বাঁধার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত