
তেলেঙ্গানা, ১৩ নভেম্বর (হি.স.) : আগামী মাসে ভারত সফরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ এর অংশ হিসেবে ১৩ ডিসেম্বর তাঁর হায়দরাবাদ আসার বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। জুবিলি হিলসে অবস্থিত নিজের বাসভবনে মেসির একটি পোস্টার উন্মোচনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেভান্ত রেড্ডি। মেসির আগমণকে উদযাপন করতে রাজ্যজুড়ে নেওয়া হচ্ছে বিশাল প্রস্তুতি। তেলেঙ্গানা সরকার, স্থানীয় ফুটবল একাডেমি এবং ক্রীড়া সংস্থাগুলো ইতোমধ্যে ফ্যান ইভেন্টের প্রস্তুতি নিয়ে রেখেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি