
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): রিচা ঘোষকে এবার সংবর্ধনা দিতে চলেছে মোহনবাগান। জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি তারকা উইকেটকিপার-ব্যাটারকে সম্মানিত করতে চলেছে সবুজ-মেরুন শিবির। উল্লেখ্য, রিচাকে সংবর্ধনা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন বঙ্গকন্যা রিচা। ফলে বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি। ইতিহাস গড়া মেয়েকে আগেই সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। গত শনিবার ইডেন গার্ডেন্সে হয়ে গিয়েছে ‘রিচা-বরণ’। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চমকপ্রদভাবে রিচাকে ওইদিন ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করে রাজ্য সরকার। বঙ্গের ক্রিকেটারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়, রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে, উত্তরবঙ্গের ক্রীড়া স্পন্দনের প্রতিনিধিত্ব করেন এবং ইস্টবেঙ্গল ভাবধারার সঙ্গে যুক্ত পরিবেশে বড় হওয়া। তাই তাঁর কৃতিত্বকে স্বীকৃতি দিতে চায় লাল-হলুদ শিবির। যদিও ইস্টবেঙ্গল কবে রিচাকে সম্মান জানাবে তার দিনক্ষণ এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত