আল-কায়েদার সন্ধানে ত্রিপুরা ও মেঘালয়ে এনআইএ অভিযান, বাজেয়াপ্ত ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি
গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : অবৈধ বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আল-কায়েদার সন্ত্রাসী রয়েছে। এই সব সন্ত্রাসীদের সন্ধানে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ বা নিয়া) হরিয়ানা এবং গুজরাট ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ে সমন্বিত অভিযান চালিয়েছে। গতক
এনআইএ_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : অবৈধ বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আল-কায়েদার সন্ত্রাসী রয়েছে। এই সব সন্ত্রাসীদের সন্ধানে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ বা নিয়া) হরিয়ানা এবং গুজরাট ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ে সমন্বিত অভিযান চালিয়েছে। গতকাল বুধবার থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত এই পাঁচ রাজ্যের ১০টি স্থানে সন্দেহভাজন এবং তাদের সহযোগীদের শনাক্ত করতে অভিযান চালানো হয়েছে, জানানো হয়েছে এনআইএ-র এক প্রেস বিবৃতিতে।

প্রেস বিবৃতিতে এনআইএ জানিয়েছে, অভিযানে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

এনআইএ-তদন্ত অনুসারে ষড়যন্ত্রের মূল সন্দেহভাজন হিসেবে চার বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তারা মোহাম্মদ সজিব মিয়াঁ, মুন্না খালিদ আনসারি, আজারুল ইসলাম এবং আবদুল লতিফ। এই চারজন সন্দেহভাজন সন্ত্রাসী, জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। এরা নিষিদ্ধ ঘোষিত আল-কায়েদা সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত বলে নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ।

প্রেস বিবৃতিতে এনআইএ জানিয়েছে, এই সব ব্যক্তি বাংলাদেশে আল-কায়েদা সদস্যদের কাছে ফান্ড প্ৰেরণ এবং স্থানান্তরের সাথে জড়িত। এরা মুসলিম যুবকদের সক্রিয়ভাবে অনুপ্রাণিত করত বলেও প্রমাণ পাওয়া গেছে।

জাতীয় তদন্তকারী সংস্থার লক্ষ্য, বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্রের ব্যাপ্তি উন্মোচন করা এবং উত্তর-পূর্বাঞ্চলের করিডোর দিয়ে অনুপ্রবেশের প্রচেষ্টা রোধ করা।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছর (২০২৫) অসমে এসটিএফ-এর ‘অপারেশন প্রঘাত’ শীর্ষক অভিযানে ইসলামিক সন্ত্রাসীযোগের অভিযোগে প্ৰায় ২০ জনকে গ্ৰেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আইসিস সমর্থিত জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ, ‘নবীন বাংলা’ নামের বংলাদেশের মৌলবাদী ইসলামিক সন্ত্রাসী সংগঠন এবং আল-কায়েদার সহযোগী সংগঠন আনসার-উল্লাহ বাংলা টিম (এবিটি)-এর কথিত সদস্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande