
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুর সফরে যাবেন। তিনি তামিলনাড়ুর কৃষক সমিতি আয়োজিত দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী দক্ষিণী রাজ্যগুলির জৈব কৃষিকাজে বিশেষজ্ঞ এমন ৫০ জন বিজ্ঞানীর সঙ্গেও মতবিনিময় করবেন।
আয়োজক কমিটির সমন্বয়কারী পি.আর. পান্ডিয়ান বলেন, এটি সচেতনতা বৃদ্ধি করবে এবং প্রাকৃতিক ও পুনরুৎপাদক কৃষি পদ্ধতি গ্রহণকে উৎসাহিত করবে। তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে সুস্থায়ী এবং সামাজিকভাবে অন্তর্ভুক্ত কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য একটি জনমুখী আন্দোলন গড়ে তোলার জন্য এই সম্মেলনটি তৈরি করা হয়েছে। ৩০০টি স্টল সহ একটি প্রদর্শনী, বিশিষ্ট বিজ্ঞানী, নীতিনির্ধারকদের ইন্টারেক্টিভ সেশন, সরাসরি প্রদর্শনী এবং যুব ও মহিলাদের সম্পৃক্ততার উপর আলোকপাত থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা