লৌহমানব বল্লভভাইয়ের সার্ধশতজন্ম বার্ষিকী উপলক্ষ্যে হাফলঙে পদযাত্রা
হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী (১৫০-তম) উপলক্ষ্যে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত
পদযাত্রায় নৃত্য প্ৰদৰ্শন (চিত্ৰ এক)


পদযাত্রায় নৃত্য প্ৰদৰ্শন (চিত্ৰ দুই)


হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী (১৫০-তম) উপলক্ষ্যে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লোসা, ডিমা হাসাওয়ের জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে।

জেলা কমিশনার মুনীন্দ্র নাগাতে তাঁর স্বাগত ভাষণে জাতীয় সংহতি ও ঐক্যে সর্দার বল্লভভাই প্যাটেলের অপরিসীম অবদানের কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানান। তিনি তুলে ধরেন কীভাবে সর্দার প্যাটেলের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় সংকল্প একটি ঐক্যবদ্ধ ভারতের ভিত্তি স্থাপন করেছিল এবং শান্তি ও সম্প্রীতির সাথে সকলকে একসাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করে চলেছে।

এদিন পরিবেশ সচেতনতার লক্ষ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন সকল অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে 'নেশা মুক্ত ডিমা হাসাও' গঠন করতে শপথ গ্রহণ করেন।

প্রায় সাত কিলোমিটার দীর্ঘ পদযাত্রাটি বীর শম্ভুধন ফংলোর মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। এদিন সমাজের সকল স্তরের অংশগ্রহণকারী, কলেজের ছাত্রছাত্রী, এনসিসি, ভারত স্কাউটস অ্যান্ড গাইড ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে পদযাত্রায় যোগ দেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande