
গ্যাবোরোন, ১৩ নভেম্বর (হি.স.): দিল্লিতে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৎসোয়ানার গ্যাবোরোনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক মিনিট নীরবতা পালন করেছেন। রাষ্ট্রপতি বলেন, আমার ভাষণ শুরু করার আগে, আমি দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাতে চাই। আমি আপনাদের সকলকে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানাচ্ছি।
প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি বৃহস্পতিবার বলেন, এই মুহূর্তটি আরও ঐতিহাসিক, কারণ ২০২৬ সালে ভারত ও বৎসোয়ানা কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উদযাপন করছে। আমাকে বলা হয়েছে যে ১০,০০০ ভারতীয় বৎসোয়ানায় ব্যবসা ও শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত। ভারতের গর্বিত প্রতিনিধি হওয়ার জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা