দিল্লি বিস্ফোরণের নিন্দা সিঙ্গাপুরের, ভারতের পাশে থাকার বার্তা
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের তীব্র নিন্দা করলো সিঙ্গাপুর। এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রী। সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এক্স মাধ্যমে জানান, ১০ নভেম্বর নতুন দিল্লির ল
এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের তীব্র নিন্দা করলো সিঙ্গাপুর। এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রী। সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এক্স মাধ্যমে জানান, ১০ নভেম্বর নতুন দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সিঙ্গাপুর। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক। এই কঠিন সময়ে সিঙ্গাপুর ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

এদিকে, দিল্লি বিস্ফোরণের ঘটনার পর দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রী চো হিউন এবং সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন তাঁদের সমর্থন ও সংহতি প্রকাশের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডঃ জয়শঙ্কর জানান, ভারত সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার সমর্থনের অনুভূতিকে মূল্য দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande