
গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : দিল্লি বিস্ফোরণকে নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের দায়ে অসমে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বিস্ফোরণের প্রত্যক্ষ ও পরোক্ষে সমর্থন করে সোশাল মিডিয়ায় নানাভাবে আপত্তিকর মন্তব্যের দায়ে অসমে এখন পৰ্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করেছে সংশ্লিষ্ট জেলার পুলিশ।
অসমের বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর অন্তর্গত কোকরাঝাড় জেলাধীন পর্বতঝোরার বেসরকারি শান্তিপুর ন্যাশনাল স্কুলের শিক্ষক এনামুল হককে দিল্লি বিস্ফোরণ সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কাজিগাঁও থানার অন্তর্গত দেবীতলা পার্ট-৩ গ্রামের বাসিন্দা।
এনামুল হকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ধারা ১১৩ (৩), ১৫৩, ৩৫২ এবং ৩৫৩ (২)-এর অধীনে ৭১/২০২৫ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস