টায়ার ফেটে বিস্ফোরণ দিল্লির মহিপালপুরে, পরিস্থিতি স্বাভাবিক
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): ফের বিস্ফোরণের শব্দ দিল্লিতে, এবার অবশ্য বিস্ফোরক নয়, টায়ার ফেটে আতঙ্ক ছড়ালো দিল্লিতে। বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুরে র‍্যাডিসন হোটেলের কাছে বিকট শব্দ শোনা যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই শব্দের পরই সকাল ৯.১৮ মিনিট
টায়ার ফেটে বিস্ফোরণ দিল্লির মহিপালপুরে, পরিস্থিতি স্বাভাবিক


নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): ফের বিস্ফোরণের শব্দ দিল্লিতে, এবার অবশ্য বিস্ফোরক নয়, টায়ার ফেটে আতঙ্ক ছড়ালো দিল্লিতে। বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুরে র‍্যাডিসন হোটেলের কাছে বিকট শব্দ শোনা যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই শব্দের পরই সকাল ৯.১৮ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মহিপালপুরে র‍্যাডিসন হোটেলের কাছে বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায়, গাড়ির টায়ার ফেটে এই বিকট শব্দ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, সোমবার, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেট চত্বর। এখনও অবধি অনেকে নিহত ও আহত হয়েছেন। এই বিস্ফোরণ যে জঙ্গি হামলা (টেররিস্ট ইনসিডেন্ট), বুধবার সন্ধেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা তা জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande