
শ্রীনগর, ১৩ নভেম্বর (হি.স.): দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় কাশ্মীর-যোগের কথা আগেই উঠে এসেছিল। এ বার বিস্ফোরণের ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে কাশ্মীরে ব্যাপক তল্লাশি চালালেন তদন্তকারীরা। জম্মু-কাশ্মীরের রাজ্য তদন্তকারী সংস্থা ও পুলিশের অপরাধদমন শাখা একযোগে অন্তত ১৩টি জায়গায় তল্লাশি চালান।
সূত্রের খবর, ১৫ জনকে আটক করা হয়েছে। শ্রীনগর, পুলওয়ামা, অনন্তনাগ, বারামুলা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানান, বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই উমর উন-নবীর বাড়ি পুলওয়ামায়। তাঁর মা ও ভাইদের সঙ্গে গাড়িতে পাওয়া দেহাংশের ডিএনএ মিলে গিয়েছে। এর পরে আর কারা এই ষড়যন্ত্রে ছিল তার খোঁজ চলছে। তদন্তকারী আধিকারিক এও জানিয়েছেন, এই অভিযানের লক্ষ্য বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ