
আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলার অভয়নগরে জনৈক গৃহস্থের বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। গত ১০ নভেম্বর অভয়নগর ব্লাড সান ক্লাবের কাছে অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল।
ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে অভয়নগর টাউন আউট পোস্টে এক প্রতিনিধিদল ডেপুটেশন প্রদান করে।
ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অভয়নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কাজলরেখা সিনহা। তিনি জানান, পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এলাকায় নিরাপত্তা জোরদার করতে টহলদারি বাড়ানোর দাবি জানান তাঁরা। স্থানীয় মহলে ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ