লালবাজারের কাছে গুদামে অগ্নিকাণ্ড, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শনিবার ভোরে আগুন লাগে লালবাজারের কাছে ২৬, এজরা স্ট্রিটের একটি ইলেকট্রনিক্স গুদামে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্
লালবাজারের কাছে গুদামে অগ্নিকাণ্ড, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা


কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): ফের অগ্নিকাণ্ড কলকাতায়। শনিবার ভোরে আগুন লাগে লালবাজারের কাছে ২৬, এজরা স্ট্রিটের একটি ইলেকট্রনিক্স গুদামে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

পশ্চিমবঙ্গ অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবার ডিজি রণবীর কুমার বলেন, পরিস্থিতি কমবেশি নিয়ন্ত্রণে আছে। আগুন নিয়ন্ত্রণে আছে। যেহেতু ভেতরে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, তাই ধোঁয়া প্রচুর ছিল। ৯টি জেট-সহ ২০টি দমকলের ইঞ্জিন এখানে কাজ করছে। এখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।”

শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কী ভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande