
অ্যাঙ্গোলা, ১৫ নভেম্বর (হি.স.) : প্রীতি ম্যাচে শুক্রবার অ্যাঙ্গোলাকে তাদের মাঠে ২-০ গোলে হারাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ৪৩তম মিনিটে লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান লিওনেল মেসি।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দলটির বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার খেলল আর্জেন্টিনা। ২০০৬ সালের বিশ্বকাপের আগে প্রথম দেখায়ও ২-০ ব্যবধানেই জিতেছিল তারা।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা খরচ করে শুক্রবার (১৪ নভেম্বর) ঘরের মাঠ লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। ২০২৫ সালে এটি তাদের শেষ ম্যাচ। আগামী বছরের মার্চে ফিনিলিসিমায় তারা মুখোমুখি হবে স্পেনের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি