বাবরের সেঞ্চুরি, দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের
রাওয়ালপিন্ডি, ১৫ নভেম্বর (হি.স.) : রাওয়ালপিন্ডিতে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে বাবরের অপরাজিত শতকে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দীর্ঘ সাড়ে ২৬
বাবরের সেঞ্চুরি, দাপুটে জয়ে সিরিজ পাকিস্তানের


রাওয়ালপিন্ডি, ১৫ নভেম্বর (হি.স.) : রাওয়ালপিন্ডিতে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে বাবরের অপরাজিত শতকে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দীর্ঘ সাড়ে ২৬ মাসের অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। দলের জয়ে ফখর জামান ৭৮ রান আর মহম্মদ রিজওয়ান অপরাজিত ফিফটি করেন। লঙ্কানদের পক্ষে ২টি উইকেটই নেন দুশমন্থ চামিরা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। দলের হয়ে ৬৩ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪৪ ও সাদিরা সামারাবিক্রমা ৪২ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন হারিস রউফ ও আব্রার আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ রানের ব্যবধানে জিতেছিল পাকিস্তান। শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৬ নভেম্বর।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande