
শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার গভীর রাতের বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক দলের আধিকারিক। আহত হয়েছেন অন্তত ২৯ জন। মৃতদের মধ্যে নায়েব তহসিলদার রয়েছেন। আহতদের শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের এসডিআরএফ-এর একটি দল নওগাম থানায় পৌঁছয়, যেখানে গত রাতে বিস্ফোরণ হয়েছিল। তাঁরা থানার ভেতরে পরিদর্শন এবং ধ্বংসস্তূপ অপসারণ করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন সিআরপিএফের আইজি পবন কুমার শর্মা। বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি দাবি করেন, আমরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছি এবং আমরা বুঝতে পারিনি এটি কী। যখন আমরা লোকজনকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখলাম, তখনই আমরা বুঝতে পারলাম যে থানায় কিছু ঘটেছে। আমরা যখন পৌঁছলাম, তখন দেখলাম সবকিছু ধ্বংস হয়ে গেছে, প্রচুর ধোঁয়া এবং মৃতদেহ।
উল্লেখ্য, কিছু দিন আগে হরিয়ানার ফরিদাবাদ এবং উত্তর প্রদেশের সাহারানপুরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরণ পদার্থ বাজেয়াপ্ত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। উভয় ক্ষেত্রে যথাক্রমে হরিয়ানা পুলিশ এবং উত্তর প্রদেশ পুলিশের সহযোগিতায় তল্লাশি চলেছে। উত্তর ভারতের এই অভিযান থেকে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। তাতে ছিল বোমা তৈরির মশলা এবং অস্ত্রশস্ত্র। শুধু ফরিদাবাদ থেকে পুলিশ উদ্ধার করে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পরীক্ষার জন্য তা কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছিল। রাখা হয়েছিল নওগাম থানায়। সেখানেই বিস্ফোরণ ঘটেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা