শিশুদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে পাঠদান
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : বালিকা ও কিশোরীদের প্রতি অতি সম্প্রতি যে শারীরিক নিগ্রহ ও অমানবিক নির্যাতনের ছবি চারিদিকে তাতে করে প্রশাসনের উদ্বিগ্নতা বেড়েছে। বরং চিন্তার ছবি ধরা পড়েছে শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে। চুঁচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা ম
শিশুদিবসকে সামনে রেখে গুড ব্যাড টাচ পাঠদান


কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : বালিকা ও কিশোরীদের প্রতি অতি সম্প্রতি যে শারীরিক নিগ্রহ ও অমানবিক নির্যাতনের ছবি চারিদিকে তাতে করে প্রশাসনের উদ্বিগ্নতা বেড়েছে। বরং চিন্তার ছবি ধরা পড়েছে শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে। চুঁচুড়া বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে চুঁচুড়া মহিলা থানার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। শিশুদের - গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কেও পাঠদান করা হয়েছে। শিশুদের হাতে চকলেট তুলে দিয়েই শিশু দিবসের শুভেচ্ছা জানানো হয়। এদিন বিবেকানন্দ শিশু শিক্ষামন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও হাতের কাজের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। শিশু দিবসকে সামনে রেখে সকলে মিলে কব্জি ডুবিয়ে ফুচকা খেয়ে শিশু দিবস উপভোগ করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande