
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে পরিবর্তন অপরিহার্য, জোর দিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, বিহারের ভোটের ফলাফলে তৃণমূল কংগ্রেস ভীত। বিহারে ভোটের ফলাফলের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, গঙ্গা বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় পৌঁছেছে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে, এই প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী মোদী সংকেত দিয়েছেন এবং তা অবশ্যই হবে। এবার বাংলার পালা। এখানে পরিবর্তন অপরিহার্য।
শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, বিহারের ফলাফলে তৃণমূল কংগ্রেস ভীত। বিজেপি কর্মীরা যেখানে মিষ্টি বিতরণ করছে এবং উদযাপন করছে সেখানেই কেন তাঁরা আক্রমণ করছে? বিজয়ীদের উদযাপন করতে দাও, এতেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভীত। তিনি আরও বলেন, তাঁরা বাংলাকে ভারত থেকে আলাদা বলেও মনে করে। কিন্তু তা নয়। বিহার এবং বাংলা সবই ভারতের অংশ। যদি কোনও পরিবর্তন আসে, তাহলে তা সকলের উপর প্রভাব ফেলবে। বিহারের প্রভাব বাংলাতেও দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা