বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী, দেশজুড়ে পালিত জনজাতীয় গৌরব দিবস
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার, ১৫ নভেম্বর দিনটি দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্
বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী, দেশজুড়ে পালিত জনজাতীয় গৌরব দিবস


নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার, ১৫ নভেম্বর দিনটি দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন জনজাতি আন্দোলন এবং বিদ্রোহকে স্মরণ করতে এবং তাঁদের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে ১১-টি জাদুঘর স্থাপন করছে। জনজাতি বিষয়ক মন্ত্রক 'আদি সংস্কৃতি' এবং 'আদি বাণী'-র মতো অন্যান্য ডিজিটাল উদ্যোগের মাধ্যমে আদিবাসী শিল্পকলা, ভাষা এবং ঐতিহ্যকে তুলে ধরে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের মহান স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকীতে আমরা তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। জনজাতি গৌরব দিবসে সমগ্র দেশ আমাদের মাতৃভূমির মর্যাদা রক্ষায় তাঁর অতুলনীয় অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বিদেশী শাসনের অন্যায়ের বিরুদ্ধে তাঁর সংগ্রাম এবং আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উপনিবেশ-বিরোধী এবং জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার (যিনি ১৮৭৪ সালে জন্মগ্রহণ করেছিলেন) জন্মবার্ষিকী স্মরণ করার জন্য ভারতে প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত হয়। দেশজুড়ে এই বছরব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে, ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের এই এক পক্ষকাল বিশেষভাবে পালিত হচ্ছে। বিরসা মুণ্ডা এবং ভারতের উপনিবেশ-বিরোধী সংগ্রামে অন্যান্য ভারতীয় জনজাতি সম্প্রদায়ের নেতাদের ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande