রঞ্জি ট্রফি ক্রিকেটে কল্যাণীতে বাংলা ও অসম মুখোমুখি
কল্যাণী, ১৫ নভেম্বর (হি. স.) : কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও অসম মুখোমুখি। শনিবার থেকেই বাংলা ক্রিকেট আকাদেমিতে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে পঞ্চম রাউন্ডের খেলায় নামে বাংলার খেলোয়াড়রা। দলের অন্যান্যরা - মহম্মদ সামি, শাহবাজ আহমেদ, অনুষ্টু
রঞ্জি ট্রফি ক্রিকেটে কল্যাণীতে বাংলা ও অসম মুখোমুখি


কল্যাণী, ১৫ নভেম্বর (হি. স.) : কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও অসম মুখোমুখি। শনিবার থেকেই বাংলা ক্রিকেট আকাদেমিতে অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে পঞ্চম রাউন্ডের খেলায় নামে বাংলার খেলোয়াড়রা। দলের অন্যান্যরা - মহম্মদ সামি, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, সাকির হাবিব গান্ধী (উইকেট রক্ষক), সুমন্ত গুপ্ত, অগনিভ পান, আদিত্য পুরোহিত, বিশাল ভাতি, রাহুল প্রসাদ, ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সোয়াল, মহম্মদ কাইফ, সৌরভ কুমার সিং, সুমিত মোহান্ত ও বিকাশ সিং।

উল্লেখ্য, বাংলা এই মুহূর্তে গ্রুপ শীর্ষে, সংগ্রহ - ১৯ পয়েন্ট। বিপরীতে অসম - ৩ পয়েন্ট নিয়ে লড়াইয়ের ময়দানে। ৪ ম্যাচে একটি পরাজয়। উল্টোদিকে বাংলা - ৩ টিতে জয় ও একটি ড্র।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande