জাড্ডুর ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা শেষ,জয়ের মুখে ভারত
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহর বোলিং এর কাছে কুপোকাত হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৫৯ রানে। তবে দ্বিতীয় দিনে ৩৭ রানে ১ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে ভারত বিশেষ সুবিধা করতে পারেনি। সাইমন হা
জাড্ডুর ঘূর্ণিতে দক্ষিন আফ্রিকা শেষ,জয়ের মুখে ভারত


কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহর বোলিং এর কাছে কুপোকাত হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৫৯ রানে। তবে দ্বিতীয় দিনে ৩৭ রানে ১ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে ভারত বিশেষ সুবিধা করতে পারেনি। সাইমন হার্মার-জেনসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে স্বাগতিকরা অলআউট হয়ে যায় ১৮৯ রানে। ৩০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। জাদেজার ঘূর্ণিতে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। মাত্র ৬৩ রানের লিড। রবিবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে দক্ষিণ আফ্রিকা তিন উইকেট হাতে নিয়ে। দিনের শেষে ২৯ রান করে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ক্রিজে তাঁর সঙ্গী কর্বিন বশ।

ইডেন গার্ডেন্সে একেবারেই সুবিধা করতে পারছেন না ব্যাটাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ২০০ রানের আগেই অলআউট হয়েছে। দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে তো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের খুবই খারাপ অবস্থা। ১০০ রানের আগেই দক্ষিণ আফ্রিকার ৭ টি উইকেট চলে গেছে। লিড মাত্র ৬৩ রান।হাতে আছে ৩ উইকেট। তৃতীয় দিনে তিন উইকেটে নিয়ে দক্ষিণ আফ্রিকা আর কতক্ষণ লড়াই করতে পারবে সেটিই এখন দেখার।

শনিবার টেস্টের দ্বিতীয় দিনে ৩ বল খেলার পরই ঘাড়ের অস্বস্তি মাঠ ছেড়েছেন অধিনায়ক শুভমান গিল। এরপর আর মাঠে নামতে ঘাড়ের পারেননি তিনি। ফলে প্রথম ইনিংসে ভারতকে একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলতে হয়েছে।ফিল্ডিং করতেও নামেননি গিল। নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ।

ইডেন গার্ডেন্সে এদিন উইকেট পড়েছে ১৫টি, এর ১২টিই নিয়েছেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকার সেরা বোলার অফ স্পিনার হার্মার। ৩০ রানে তার প্রাপ্তি ৪ উইকেট। পেসার মার্কো ইয়ানসেন ৩৫ রানে ধরেন ৩ শিকার।প্রথম ইনিংসে উইকেটশূন্য জাদেজা এবার নিলেন ২৯ রানে ৪ উইকেট। বাঁহাতি এই স্পিনারের সামনে টেস্ট ইনিংসে ষোড়শবার পাঁচ উইকেট নেওয়ার হাতছানি।এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার লোকেশ রাহুল,তিনি করেন ৩৯ রান।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande