
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): কনকনে শীতের আমেজ এখনও উধাও দক্ষিণবঙ্গে, তবুও ঠান্ডা আমেজে ফুরফুরে বঙ্গবাসী। খুব ভোরে ও রাতের শীত বেশ ভালোই মালুম হচ্ছে। সকালের দিকে বিভিন্ন জেলা ঢেকে যাচ্ছে কুয়াশার আস্তরণে, শিশির জমছে ঘাসে। শনিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে, এদিন কল্লোলিনী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী শীতল হাওয়ায় শীতের আমেজ বজায় থাকবে। রাতে শিশির এবং খুব সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিনটি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রণে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনাও বাড়বে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ৬-৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা