১২৬ তম বেটন কাপ হকি চ্যাম্পিয়ন সেনা একাদশ
কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : কলকাতায় রবিবার ১২৬ তম বেটন কাপ হকি চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ী সেনা একাদশ (জলন্ধর)। ২-০ গোলের ব্যবধানে ভারতীয় বায়ুসেনা বাহিনীকে হারিয়ে দিয়েছে। জয়সূচক গোলদাতারা - সিমরনদীপ সিং ও সাগর সিংগাদে। উল্লেখ্য, সেনা একাদশের
১২৬ তম বেটন কাপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : কলকাতায় রবিবার ১২৬ তম বেটন কাপ হকি চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ী সেনা একাদশ (জলন্ধর)। ২-০ গোলের ব্যবধানে ভারতীয় বায়ুসেনা বাহিনীকে হারিয়ে দিয়েছে। জয়সূচক গোলদাতারা - সিমরনদীপ সিং ও সাগর সিংগাদে। উল্লেখ্য, সেনা একাদশের পক্ষে প্রথম গোল ৩৮ মিনিটে ও দ্বিতীয় গোল ৪৫ মিনিটে হয়েছে। যদিও এর প্রত্যুত্তরে বায়ু সেনাবাহিনী কোনও গোল করতে পারে নি। হকি বেঙ্গলের উদ্যোগে এদিন সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামে বসে চাঁদের হাট। পশ্চিম জার্মানীর বিশ্বকাপ জয়ী ফুটবল দলের অধিনায়ক লোথার ম্যাথিউজ পুরষ্কার বিতরণ মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, হকি বেঙ্গলের সভাপতি ও অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং, পদ্মশ্রী দিলীপ কুমার তিরকে, রাজেশ কুমার সিনহা প্রমুখ। বিজয়ী দলের হাতে ১০ লাখ টাকার চেক ও রানার্স আপ দলকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সেনা একাদশের মনপ্রীত সিং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২১ হাজার টাকার পুরষ্কার পান।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande