
ইমফল, ১৬ নভেম্বর (হি.স.) : মণিপুরের সেনাপতি জেলার অন্তর্গত মরাম থানাধীন মরাম চেকপোস্ট পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১৮.২ কেজি আফিম। আফিম পাচারে জড়িত অভিযোগে অসমের কামরূপ জেলার দুই বাসিন্দা রাজু আলি এবং আইনুল হককে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।
রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, চেকপোস্টে একটি চার চাকার গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে আফিমগুলি উদ্ধার করা হয়েছে। এগুলি অসমে পাচারের উদ্দেশ্য ছিল ধৃত রাজু আলি এবং আইনুল হকের। মাদক পাচারে ব্যবহৃত চার চাকার গাড়ি দুটি মোবাইল ফোনের হ্যন্ডসেট এবং নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মরাম থানায় উভয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের সদর দফতরের সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস