অসমের বিরুদ্ধে প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা
কল্যাণী, ১৬ নভেম্বর (হি.স.): কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অসমের বিরুদ্ধে দাপুটে বোলিংয়ের সুবাদে প্রথম দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ১৯৪। বলা যায় সুবিধাজনক অবস্থায় বাংলা। রবিবার চার পেসার নিয়ে নেমেছে বাংলা। শামির সঙ্গে ছিলেন ঈশান, সুর
অসমের বিরুদ্ধে প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা


কল্যাণী, ১৬ নভেম্বর (হি.স.): কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অসমের বিরুদ্ধে দাপুটে বোলিংয়ের সুবাদে প্রথম দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ১৯৪। বলা যায় সুবিধাজনক অবস্থায় বাংলা।

রবিবার চার পেসার নিয়ে নেমেছে বাংলা। শামির সঙ্গে ছিলেন ঈশান, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং মহম্মদ কাইফ। স্পিন বিভাগে শাহবাজ আহমেদের সঙ্গে রাহুল প্রসাদ। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফিরছেন প্রথম একাদশে।

শক্তিশালী এই স্কোয়াড নিয়ে অসমের বিরুদ্ধে প্রথম দিনটা ভাল শুরু করল বাংলা। দিনের শেষে অসম করেছে মাএ ১৯৪ রান ৮ উইকেট হারিয়ে। অপরাজিত অসম অধিনায়ক উইকেটকিপার সুমিত ঘাদিগাঁওকর (৪৮)। বাংলার হয়ে সুরজ সিন্ধু পেয়েছেন ৩ উইকেট। শামি ও কাইফের শিকার ২টি। ঈশান পোড়েল পেয়েছেন ১ উইকেট। বাংলার লক্ষ্য থাকবে, দ্বিতীয় দিনে তাড়াতাড়ি অসমের বাকি উইকেট তুলে নেওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande