
ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর (হি.স.) : ঝাড়গ্রাম পুরসভার একাধিক ওয়ার্ডের বেহাল রাস্তার প্রতিবাদে রবিবার ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন সিপিএমের স্থানীয় কমিটির কর্মী–সমর্থকেরা। অবরোধ ঘিরে ঝাড়গ্রাম শহরের গুরুত্বপূর্ণ ওই রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার বাস থেকে ছোট গাড়ি সবই ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঝাড়গ্রাম–মেদিনীপুর ভায়া ধেড়ুয়া পিচ রাস্তা সহ পুরসভার একাধিক রাস্তায় দীর্ঘদিন ধরেই খানা–খন্দে ভরা বিপজ্জনক পরিস্থিতি। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ওই রাস্তায় দুটি বিদ্যালয় থাকায় ছাত্র–ছাত্রীদেরও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাদের দাবি, ‘‘পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও সুরাহা হয়নি। টেন্ডার পাস হলেও কাজ শুরু হয়নি।’’
অবরোধের খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ–প্রশাসনের আশ্বাসের পর সিপিএম কর্মীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ যাদব বলেন,“গোটা পুর এলাকার রাস্তা বেহাল। প্রশাসন শুধু আশ্বাস দিয়েছে, কাজ করেনি। তাই মানুষ পথ অবরোধে নামতে বাধ্য হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো