কোচবিহার ট্রফিতে অগস্ত্যা শুক্লার ৫ উইকেট, অঙ্কিত চ্যাটার্জির সেঞ্চুরি
কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : অসমের বিরুদ্ধেই বাংলা দাপট বজায় রাখতে সমর্থ। কোচবিহার ট্রফিতে এই খেলায় বাংলার কোচ লক্ষীরতন শুক্লা পুত্র - অগস্ত্যা শুক্লা বল হাতে সফলতার পরিচয় রাখল। দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। রবিবার প্রথম দিনের খেলায় ১৬ ওভারে ৩৪
কোচবিহার ট্রফিতে অগস্ত্যা শুক্লার ৫ উইকেট দখল ৩৪ রানে


কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : অসমের বিরুদ্ধেই বাংলা দাপট বজায় রাখতে সমর্থ। কোচবিহার ট্রফিতে এই খেলায় বাংলার কোচ লক্ষীরতন শুক্লা পুত্র - অগস্ত্যা শুক্লা বল হাতে সফলতার পরিচয় রাখল। দুর্দান্ত পারফরম্যান্স তাঁর। রবিবার প্রথম দিনের খেলায় ১৬ ওভারে ৩৪ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নিয়েছে। এর মধ্যেই রয়েছে ৫ টি মেডেন ওভার। এছাড়াও রোহিত ১৪ ওভারে ৪৫ রান দিয়ে তিনটি উইকেট ও শিবম ভারতী - ১৩ ওভারে ১৬ রান দিয়ে ২ টি উইকেট তুলেছে। সেইসঙ্গে ব্যাটিংয়ে শতরানের ইনিংস উপহার দিয়েছে অঙ্কিত চ্যাটার্জি। ৯৩ বলে তাঁর ব্যক্তিগত সংগ্রহ - ১০২ রান। উল্লেখ্য, অসমের প্রথম ব্যাটিংয়ে ৫৫ ওভারে দলগত স্কোর - ১৪৮ রান। সাত নম্বর ব্যাটসম্যান পৃথ্বীরাজ কাশ্যপ সর্বাধিক ১১৬ বলে ৮৩ রান (৮টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি) ও রঞ্জন বিকাশ দাস - ৫২ বলে ২০ রান করেছে। এদিন যদিও বাকি খেলোয়াড়রা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে নি। এর প্রত্যুত্তরে বাংলার ১ উইকেটে ১৮১ রান। ওই একটিমাত্র উইকেট পৃথ্বীরাজ নেয়। এদিকে ৩৩ রানে এগিয়ে রয়েছে বাংলা। অধিনায়ক চন্দ্রহাস দাশ-৫১ বলে ৩৪ রানে অপরাজিত। ওপেনার আদিত্য রায় ৪২ বলে ৪২ রান করেছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, একসময় ৩৭ রানে অসমের ৬ টি উইকেট পড়ে যায়। এরপর ধাতস্থ হয়েছে দল। প্রসঙ্গত, সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই খেলায় এরপর ভিড় জমে যায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande