লোথার ম্যাথিউজ কলকাতায় টাউন হলে পুরস্কার বিতরণে
কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : ঐতিহাসিক কলকাতা টাউন হলে বিশ্ববরেন‍্য ফুটবলার বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথুজের উপস্থিতিতেই পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার আইএফএ - র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানীর ফু
লোথার ম্যাথিউজ কলকাতা টাউন হলে অনাড়ম্বর অনুষ্ঠানে


কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : ঐতিহাসিক কলকাতা টাউন হলে বিশ্ববরেন‍্য ফুটবলার বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথুজের উপস্থিতিতেই পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার আইএফএ - র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানীর ফুটবলার ও অধিনায়ক লোথার ম্যাাথিউজ। এদিন টাউন হলে তিনি প্রিমিয়ার ডিভিশনের সেরাদের হাতে পুরস্কার তুলে দেন। তাঁর সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসার জন্যে আহ্বান জানিয়েছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া ও মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে সেরা রেফারি, অনূর্ধ্ব - ১৩, ১৫, ১৭ ছাড়াও ইউথ লিগ সহ নার্সারি ডিভিশন, কন্যাশ্রী কাপ, পঞ্চম থেকে প্রিমিয়ার ডিভিশনের সমস্ত চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ও প্রতিটি বিভাগের সেরা কোচ, সবোর্চ্চ গোলদাতাদের পুরস্কৃত করা হয়েছে। বিভিন্ন ডিভিশনের জন্য ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়। সদ্য সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা দল, জুনিয়র জাতীয় ফুটবলে রানার্স ও সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে রানার্স বাংলা দলকে সংবর্ধিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে ময়দান থেকে জেলা ফুটবলের বাংলার ফুটবল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আইএফএ কর্মীদের তাঁদের নিরলস পরিশ্রমের জন্য তাদেরও সম্মানিত করা হয়েছে। অনাড়ম্বর অনুষ্ঠানে এদিন ফুটবলার - বিশ্বজিৎ ভট্টাচার্য, কার্তিক শেঠ, ভাস্কর গাঙ্গুলি, কম্পটন দত্ত, নাসির আহমেদ, রঞ্জিত মুখার্জী, দীপক মন্ডল, বিদেশ বসু, সুমিত মুখার্জী, সঞ্জয় মাঝি, দীপেন্দু বিশ্বাস, বিশ্বনাথ মন্ডল, মেহতাব হোসেন ফাল্গুনী দত্ত, গৌতম ঘোষ প্রমুখ একঝাঁক প্রাক্তন ফুটবলার হাজির ছিলেন। বক্তব্য পেশ করেন, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও অজিত বন্দোপাধ্যায়। স্বাগত জানিয়েছেন সচিব অনির্বাণ দত্ত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande