
কল্যাণী, ১৬ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটের পঞ্চম রাউন্ডে - বাংলা টসে জিতেই ফিল্ডিং বেছে নেয়। এর পরিপ্রেক্ষিতেই অসমকে ব্যাটিং করতে ডাকে ও বাংলা ফিল্ডিংয়ে নামে কল্যাণীতে। বাংলা ক্রিকেট আকাদেমিতে এদিনের খেলায় প্রথম একাদশে রয়েছে - অভিমন্যু ঈশ্বরণ সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সাকির হাবিব গান্ধী, সুমন্ত গুপ্ত, শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ, সূরজ সিন্ধু জয়সোয়াল, মহম্মদ, সামি, ঈশান পোড়েল ও মহম্মদ কাইফ।
এদিকে, প্রথম ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতির আগে পর্যন্ত বাংলার বিরুদ্ধে অসমের সংগ্রহ - ৩/৬৭ রান। ব্যক্তিগত ২ রানে ঋষভ দাসকে আউট করেছে সূরজ সিন্ধু জয়সোয়াল। দলের স্কোর তখন - ১/১২ রানে (৬.৩ ওভার)। প্রতিবেশী অসমের ২২ ওভারে দলগত স্কোর - মাত্র ৫০ রান। পরের ১০ ওভারে আরো ২ টি উইকেটের পতন হয়। মোট ৩২ ওভারে অসমের সংগ্রহ - ৩ উইকেটে ৬৭ রান। অন্যদিকে, মহম্মদ কাইফ ২/১০ রানে ও সুরজ সিন্ধু জয়সোয়াল ১/৪ রানে এদিন উইকেট তুলে নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত