রঙিয়ায় জাতীয় সড়কে দুরন্ত গাড়ির ধাক্কায় হত ছাত্রী, গুরুতরভাবে ঘায়েল বাবা
রঙিয়া (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়া বালাগাঁও-এর কাছে ২৭ নম্বর জাতীয় সড়ক একটি দুরন্ত দামি চার চাকার গাড়ির ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু এবং তার বাবা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত ছাত্রীকে বনগাঁওয়ের বাসিন্
রঙিয়ায় জাতীয় সড়কে দুরন্ত গাড়ির ধাক্কায় হত ছাত্রী


রঙিয়া (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়া বালাগাঁও-এর কাছে ২৭ নম্বর জাতীয় সড়ক একটি দুরন্ত দামি চার চাকার গাড়ির ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু এবং তার বাবা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত ছাত্রীকে বনগাঁওয়ের বাসিন্দা মৌসুমী রহমান বলে শনাক্ত করা হয়েছে।

রঙিয়া থানা সূত্রে জানা গেছে, স্কুটারে করে হোজাইয়ে অধ্যয়নরত মৌসুমীর ছোট বোনকে দেখতে রঙিয়া রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি দুরন্ত চার চাকার গাড়ি তাদের স্কুটিকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। গাড়িটি স্কুটারকে প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। স্কুটার থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌসুমীর।

এদিকে দুর্ঘটনা সংগঠিত করে ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। ট্রাফিক পুলিশ গাড়ির সন্ধানে অভিযান চালানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া মৌসুমীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande