
মুম্বই, ১৬ নভেম্বর(হি.স.): গত মরসুমে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফলের পরও রুতুরাজের নেতৃত্বে আস্থা রাখছে চেন্নাই সুপার কিংস।
ট্রেড উইন্ডোর দলবদল, ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার পর শনিবার অধিনায়কত্বের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পারফম্যান্স এখনও আশাপ্রদ না হলেও দলটি আস্থা রাখছে রুতুরাজের ওপর।
২০২৩ আইপিএলে শিরোপাজয়ী চেন্নাইয়ের নেতৃত্বে বদল আসে ২০২৪ আসরের আগে। কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি ছেড়ে দেন নেতৃত্ব। অধিনায়ক করা হয় রুতুরাজকে। সেবার পঞ্চম হয়ে আসর শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত মরসুমে ১৪ ম্যাচের স্রেফ চারটি জিতে আসর শেষ করে তারা ১০ দলের মধ্যে তলানিতে থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন চারবারের রানার্স আপ দলটি প্রথমবারের মতো আসর শেষ করে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে।
অবশ্য চোটের কারণে গত মরসুমে ঋতুরাজ খেলতে পেরেছিলেন স্রেফ ৫টি ম্যাচ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি