হাসপাতালে ভর্তি শুভমান গিল
কলকাতা, ১৬ নভেম্বর(হি.স.):চোট পেয়ে মাঠ ছাড়া শুভমান গিল আর প্রথম ইনিংসে ব্যাট করতে নামেননি। শনিবার দ্বিতীয় দিনের খেলায় ঘাড়ের পেশিতে টান লাগে তাঁর। এই চোটের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথম দিনের খেলা শেষ
হাসপাতালে ভর্তি গিল


কলকাতা, ১৬ নভেম্বর(হি.স.):চোট পেয়ে মাঠ ছাড়া শুভমান গিল আর প্রথম ইনিংসে ব্যাট করতে নামেননি। শনিবার দ্বিতীয় দিনের খেলায় ঘাড়ের পেশিতে টান লাগে তাঁর। এই চোটের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

গিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথম দিনের খেলা শেষে। এবার তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ইডেন টেস্টে অধিনায়ক শুভমান গিল ঘাড়ে চোট পান। দ্বিতীয় দিনের খেলার শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই টেস্ট ম্যাচে তাকে আর খেলতে দেখা যাবে না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম গিলকে পর্যবেক্ষণে রাখবে।’

সুতরাং, প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতকে এক ব্যাটার কম নিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande