ভারতে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী দক্ষিণ আফ্রিকান স্পিনার হলেন সাইমন হার্মার
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : রবিবার ইডেন গার্ডেনে স্বাগতিক দলের বিরুদ্ধে চলমান দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় ভারতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল টেস্ট স্পিনার হয়ে ওঠেন সাইমন হার্মার । তৃতীয় দিনে ধ্রুব জুরেলকে ডিপ মিডউইকেটে করবিন বোশের হাতে ক্যাচ
ভারতে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী দক্ষিণ আফ্রিকান স্পিনার হলেন সাইমন হার্মার


কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : রবিবার ইডেন গার্ডেনে স্বাগতিক দলের বিরুদ্ধে চলমান দুই ম্যাচ সিরিজের প্রথম খেলায় ভারতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল টেস্ট স্পিনার হয়ে ওঠেন সাইমন হার্মার ।

তৃতীয় দিনে ধ্রুব জুরেলকে ডিপ মিডউইকেটে করবিন বোশের হাতে ক্যাচ দিয়ে ডানহাতি অফ স্পিনার হার্মার পল অ্যাডামস এবং ইমরান তাহিরের (১৪ উইকেট) যৌথভাবে রেকর্ড ভেঙে দেন।

ভারতে তার মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে, হার্মার ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের মতো আরও তিনটি উইকেট নিজের নামে যোগ করেন, যার ফলে দক্ষিণ আফ্রিকা ১২৪ রানের লক্ষ্য সফলভাবে রক্ষা করে।

প্রথম ইনিংসে হার্মারও চারটি উইকেট নিয়েছিলেন। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় ২০১৫ সালে ভারতের মোহালি এবং নাগপুরে দুটি টেস্ট খেলেছিলেন যেখানে তিনি মোট ১০টি উইকেট নিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande