
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : রবিবার কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৩০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল। তারা ১২৪ রানের লিড নিয়েও জয় নিশ্চিত করল।
সাইমন হার্মার ম্যাচের দ্বিতীয় চার উইকেট নেওয়ার পর কেশব মহারাজ শেষ দুটি উইকেট নিয়ে ১৫ বছরের মধ্যে ভারতে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জয় নিশ্চিত করেন।
টেম্বা বাভুমার লড়াইয়ের অর্ধশতক, যা এই টেস্ট ম্যাচের সর্বোচ্চ রান, দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের শুরুতে তাদের লিড আরও বাড়াতে সক্ষম হওয়ায় এই পিচে জয় নিশ্চিত করল।
অধিনায়ক হিসেবে এটি বাভুমার ১১টি ম্যাচে ১০ম জয়, যা দক্ষিণ আফ্রিকার সফল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) অভিযানের ধারাবাহিকতা, যে সময়ে তারা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি শিরোপা খরার অবসান ঘটিয়েছিল।
প্রোটিয়ান অধিনায়ক বিপজ্জনক চেহারার অক্ষর প্যাটেলকে আউট করার জন্য একটি ভাল ক্যাচও নেন, যিনি মহারাজের বিপক্ষে চার বলে ১৬ রান করেন। মহম্মদ সিরাজ ছিলেন শেষ ব্যাটসম্যান যিনি স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দেন।
দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পেয়ে বাকি ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন অধিনায়ক শুভমান গিল। এর ফলে নবম উইকেট পতনের অর্থ দক্ষিণ আফ্রিকা একটি বিখ্যাত জয় অর্জন করে।
স্কোর বোর্ড:
প্রথম ইনিংস
দক্ষিণ আফ্রিকা: ১৫৯/১০ (মার্করাম-৩১, বুমরাহ ২৭/৫, কুলদীপ ৩৬/২)
ভারত: ১৮৯/১০ (রাহুল- ৩৯, হার্মার- ৩০/৪)
দ্বিতীয় ইনিংস
দক্ষিণ আফ্রিকা: ১৫৩/১০ (বাভুমা-৫৫, জাদেজা-৫০/৪, কুলদীপ- ৩০/২)
ভারত: ৯৩/১০ (ওয়াশিংটন ৩১, হার্মার ২১/৪)।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি