
মাদ্রিদ, ১৬ নভেম্বর (হি.স.) : জর্জিয়াকে হারিয়ে সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। প্রথমার্ধে হয়েছে তিনটি গোল, বিরতির পর একটি।
জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন মিকেল ওইয়ারসাবাল। আর অন্য দুই গোলদাতা হলেন মার্তিন সুবিমেন্দি ও ফেররান তরেস।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। এই পাঁচ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি তারা।
একই সময়ে আরেক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী তুরস্ক ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। পরের দুই অবস্থানে জর্জিয়া (৩ পয়েন্ট) ও বুলগেরিয়া (পয়েন্ট পায়নি)।
শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি ৭ গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপ সেরা হয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকেট পাবে স্পেন। দুই দলের প্রথম দেখায় ৬-০ গোলে জিতেছিল স্প্যানিশরা।
গ্রুপের রানার্সআপকে খেলতে হবে প্লে-অফে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি