
রামপুর, ১৭ নভেম্বর হি.স.): সমাজবাদী পার্টির নেতা আজম খান এবং তাঁর ছেলে আবদুল্লাহ খান দু'টি প্যান কার্ড জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার রামপুরের একটি আদালত আজম খান এবং তাঁর ছেলে আবদুল্লাহকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছে। তাদের প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৯ সালে শহরের প্রাক্তন বিধায়ক আকাশ কুমার সাক্সেনা আবদুল্লাহ আজমের বিরুদ্ধে দু'টি প্যান কার্ড থাকার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। আবদুল্লাহ আজম এবং তার বাবা আজম খানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে। আদালত উভয়কেই এই মামলায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানা করেছে। রায়ের পর, উভয়কেই তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা