বিহার নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করবে দল, বললেন ভূপিন্দর হুডা
চরখি দাদরি (হরিয়ানা), ১৭ নভেম্বর (হি.স.): বিহার নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করবে দল, বললেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। সোমবার হরিয়ানার চরখি দাদরিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুডা বলেন, আমরা এমন ফলাফল আশা করিনি, তাই দল বিশ্লেষণ করবে। হরিয়ানা সরক
ভূপিন্দর হুডা


চরখি দাদরি (হরিয়ানা), ১৭ নভেম্বর (হি.স.): বিহার নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করবে দল, বললেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। সোমবার হরিয়ানার চরখি দাদরিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুডা বলেন, আমরা এমন ফলাফল আশা করিনি, তাই দল বিশ্লেষণ করবে। হরিয়ানা সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, সরকার জনস্বার্থে একটিও সিদ্ধান্ত নেয়নি, আমরা জনস্বার্থে এই সরকারের বিরোধিতা করব। যেই ভালো করবে সে জিতবে। ভোটদান প্রক্রিয়া, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে সমস্যা রয়েছে। এখন হরিয়ানা বেকারত্বের ক্ষেত্রে এক নম্বরে, যেখানে আগে সবচেয়ে বেশি চাকরি ছিল। আগে, হরিয়ানা শিক্ষার কেন্দ্র হয়ে উঠেছিল। আমরা এই ধরনের বিষয়গুলির বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande