ধর্মেন্দ্র সকাশে চিরাগ, ঐতিহাসিক জয়ের জন্য জানালেন অভিনন্দন
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): বিহারে ঐতিহাসিক জয়ের পর এখন সরকার গঠনের তোড়জোড় চলছে। এরই মধ্যে রবিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তথা বিহারে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্
ধর্মেন্দ্র সকাশে চিরাগ, ঐতিহাসিক জয়ের জন্য জানালেন অভিনন্দন


নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): বিহারে ঐতিহাসিক জয়ের পর এখন সরকার গঠনের তোড়জোড় চলছে। এরই মধ্যে রবিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তথা বিহারে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি (আরভি)-র প্রধান চিরাগ পাসোয়ান। ঐতিহাসিক জয়ের জন্য ধর্মেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন চিরাগ।

কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি (রাম বিলাস)-এর জাতীয় সভাপতি চিরাগ পাসোয়ান গতকাল রাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং বিজেপির বিহার নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধানের দিল্লির বাসভবনে যান, তাঁর সঙ্গে দেখা করেন এবং জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং বিহারের দায়িত্বে থাকা শ্রী বিনোদ তাওড়েও উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande