অসমে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর নির্দেশ নির্বাচন কমিশনের
গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : আগামী বছর, ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে অসমে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর)-এর নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। পোল প্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, আজ
এসআইআর_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : আগামী বছর, ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে অসমে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন, সংক্ষেপে এসআইআর)-এর নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)।

পোল প্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, আজ সোমবার ১৭ নভেম্বর এক নির্দেশিকায় ভারতের নির্বাচন কমিশন বলেছে, আগামী বছর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অসমে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’-এর অনুশীলন করতে হবে। এজন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। কেননা, ১০ ফেব্রুয়ারি (২০২৬) অসমের ত্রুটিমুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নির্বাচন কমিশনের।

এদিকে, অসমের মুখ্য নির্বাচনী দফতরের এক আধিকারিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ত্ৰুটিমুক্ত, আপগ্ৰেডেড ভোটার তালিকা সংশোধনের প্ৰক্ৰিয়ার নাম এসআইআর।

আধিকারিক জানান, এসআইআর-এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ‘এনুমারেশন ফর্ম’ নাগরিকদের হাতে তুলে দেবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া ১১টি নথি দিতে হবে। এছাড়া আরও বেশ কিছু প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, বিহারে প্ৰথম পৰ্যায়ে এসআইআর সম্পন্ন হওয়ার পর গত ২৭ অক্টোবর দ্বিতীয় পৰ্যায়ে দেশের তিনটি কেন্দ্ৰীয়শাসিত অঞ্চল সহ ১২টি রাজ্যে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্ৰক্ৰিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল কমিশন। ইতিমধ্যে দ্বিতীয় পৰ্যায়ে এসআইআর-এর প্রক্রিয়া শুরু হয়েছে ১২টি রাজ্য যথাক্রমে পশ্চিমবঙ্গ, ছত্তীশগড়, গুজরাট, কেরালা, মধ্যপ্ৰদেশ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিলনাডু এবং উত্তরপ্ৰদেশে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, অসমে এখনই ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ হচ্ছে না। কেননা, অসমে এনআরসি সংক্রান্ত এক মামলা আদালতে বিচারাধীন। পৃথকভাবে অসমে এসআইআর হবে, বলেছিলেন জ্ঞানেশ কুমার। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন দফতরের ধারণা, অসমে এসআইআর সম্পর্কিত বিজ্ঞপ্তি খুব শীঘ্র জারি করবে ভারতের নির্বাচন কমিশন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande