
সোনভদ্র, ১৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় খনি দুর্ঘটনাস্থল থেকে মোট পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারই দুর্ঘটনার রাতে প্রথম মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং সোমবার চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং সরকারি আধিকারিকরা জানিয়েছেন, অভিযান সম্পন্ন করতে এবং ধ্বংসাবশেষ অপসারণ করতে প্রায় ২৪ থেকে ৩৬ ঘন্টা সময় লাগতে পারে। পাথর খনির দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল এদিন সোনভদ্রে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সচিব যোগেন্দ্র ডিম্রি জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধারকারী দলগুলি খুব সাবধানে এবং নিয়ন্ত্রিতভাবে কাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা