এখন গণতন্ত্রে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসানের সময় : গিরিরাজ সিং
ডিন্ডোরি ও জব্বলপুর, ১৭ নভেম্বর (হি.স.): পরিবারতন্ত্র নিয়ে আরজেডি-কে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, এখন গণতন্ত্রে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসানের সময়। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকেও আক্রমণ কর
গিরিরাজ সিং


ডিন্ডোরি ও জব্বলপুর, ১৭ নভেম্বর (হি.স.): পরিবারতন্ত্র নিয়ে আরজেডি-কে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, এখন গণতন্ত্রে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসানের সময়। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারকেও আক্রমণ করেছেন গিরিরাজ। সোমবার মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে বিহার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ বলেন, প্রধানমন্ত্রী মোদী নির্বাচনের আগেই বলেছিলেন, নির্বাচনের পরে লালু প্রসাদ যাদবের পরিবার ভেঙে যাবে। এখন গণতন্ত্রে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসানের সময় এসেছে।

এদিনই মধ্যপ্রদেশের জব্বলপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ বলেন, আরজেডি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক যেমন কংগ্রেস গত ৭৮ বছর ধরে কাজ করে আসছে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি যে কোনও সময় এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট)-তে পরিণত হতে পারে। তাই আরজেডি বিহারে এনপিএ-তে পরিণত হয় এবং শেয়ার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লালুজি এবং রাবড়ির জীবনের কোনও বিপদ হলে আমরা সত্যিই ভীত। রোহিণী আচার্য যেভাবে পরিবারের কথা বলেছেন, তাতে মনে হচ্ছে সরকারের এই বিষয়েও সতর্ক থাকা উচিত। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের বিষয়ে গিরিরাজ বলেন, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের জন্য লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানকার হিন্দু সমাজ ভীত, সেখানেও জঙ্গলরাজ চলছে। এই জঙ্গলরাজের অবসান এখন নিশ্চিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande