
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। সোমবার এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। গত ১০ নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই দিন বিস্ফোরণে আহত দু'জনের সোমবার এলএনজেপি হাসপাতালে মৃত্যু হয়েছে, ওই দু'জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। নিহতদের নাম লুকমান (৫০) এবং বিনয় পাঠক (৫০)। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়, তাঁর নাম বিলাল।
এদিকে, দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। লালকেল্লা এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই বিস্ফোরণে জড়িত সন্ত্রাসীর আরও একজন গুরুত্বপূর্ণ সহযোগীকে গ্রেফতার করেছে। এনআইএ জানিয়েছে, ধৃতের নাম - জসির বিলাল ওয়ানি ওরফে দানিশ, সে কাশ্মীরের বাসিন্দা, তাকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা