ইতালিকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নরওয়ে
সানসিরো, ১৭ নভেম্বর (হি.স.): বিশ্বকাপের টিকিট পেতে হলে নরওয়েকে নয় গোলে হারাতে হতো ইতালিকে। সেটি ছিল অসম্ভব। সেই অসম্ভব কাজটা ইতালি করতে পারল না। উল্টে ঘরের মাঠে বিশাল ব্যবধানে হেরে যায় গাত্তুসোর দল। এদিকে ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেল
ইতালিকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল হলান্ডের নরওয়ে


সানসিরো, ১৭ নভেম্বর (হি.স.): বিশ্বকাপের টিকিট পেতে হলে নরওয়েকে নয় গোলে হারাতে হতো ইতালিকে। সেটি ছিল অসম্ভব। সেই অসম্ভব কাজটা ইতালি করতে পারল না। উল্টে ঘরের মাঠে বিশাল ব্যবধানে হেরে যায় গাত্তুসোর দল। এদিকে ইতালিকে হারিয়ে ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নরওয়ে।

সান সিরোতে রবিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখান হলান্ড। বাকি দুইটি গোল আসে নুসা এবং লারসেনের কাছ থেকে।

নরওয়ের এই বড় জয়ের পাশাপাশি ২৮ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করল। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ইতালিকে খেলতে হবে প্লে-অফে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে পারার ঝুঁকিতে এখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande