
পাটনা, ১৭ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সোমবার পাটনায় রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ। এর আগের দিনই বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠকও হয়।
বিহারে সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। পাটনার গান্ধী ময়দানেই হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ। তাই সোমবার থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে গান্ধী ময়দান। এদিকে, ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তথা বিহার নির্বাচনে বিজেপির পর্যবেক্ষক ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছেন উপেন্দ্র কুশওয়াহ এবং জিতেন রাম মানঝি। উল্লেখ্য, বিহারে আদর্শ আচরণবিধি তুলে নেওয়া হয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণ কবে, তা এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা