২০ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ, শুরু প্রস্তুতি
পাটনা ও নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): আগামী বৃহস্পতিবার বিহারে শপথ নিতে চলেছে নতুন মন্ত্রিসভা। রেকর্ড গড়ে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতীশ কুমারই। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এমনটাই জানা গিয়েছে স
দু'বার মহাজোটের সঙ্গে গিয়ে ভুল করেছি, স্বীকারোক্তি নীতীশের


পাটনা ও নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): আগামী বৃহস্পতিবার বিহারে শপথ নিতে চলেছে নতুন মন্ত্রিসভা। রেকর্ড গড়ে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতীশ কুমারই। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। এমনটাই জানা গিয়েছে সোমবার।আমন্ত্রিতদের তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সরকারের শপথগ্রহণের আগে সোমবার সকালে বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক বসে, স্বল্প সময়ের জন্য। সেখানে ক্যাবিনেট ভেঙে দেওয়ার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। এর পরে সোজা রাজভবনে যান নীতীশ এবং নিজের পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপালের হাতে।

বিহারে সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। পাটনার গান্ধী ময়দানেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ। তাই সোমবার থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে গান্ধী ময়দান। পাটনা থেকে দিল্লি পর্যন্ত চলছে একের পর এক বৈঠক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande