
রাওয়ালপিন্ডি, ১৭ নভেম্বর (হি.স.) :
লঙ্কানদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান। তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। এই নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে রবিবার নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২১১ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ফাখার জামান ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ৩২ বল হাতে রেখে। ৯২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন প্রাক্তন অধিনায়ক রিজওয়ান।
১০ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার ও ম্যাচ-সেরা পেসার মোহাম্মদ ওয়াসিম। তার মতো নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি করে উইকেট নেন আরেক পেসার হারিস রউফ ও বাঁহাতি রিস্ট স্পিনার ফায়সাল আকরাম।
শ্রীলঙ্কার হয়ে ৫৪ বলে ৩৪ রান করেন কুসাল মেন্ডিস। সামারাউইক্রামা ৬৫ বলে ৪৮ রানই শ্রীলঙ্কার সর্বোচ্চ। পাভান রাত্নায়েকের ৩৭ বলে ৩২ রান করেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি