ঠাসা কার্যসূচি নিয়ে গুয়াহাটি এলেন আরএসএস-প্রধান মোহন ভাগবত
গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। ১৯ তারিখ পর্যন্ত গুয়াহাটিতে প্রবাস করবেন তিনি। আজ সোমবার বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত লোকপ
গুয়াহাটিতে আরএসএস-প্রধান মোহন ভাগবত


গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : তিনদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। ১৯ তারিখ পর্যন্ত গুয়াহাটিতে প্রবাস করবেন তিনি।

আজ সোমবার বেলা প্রায় সাড়ে ১২টা নাগাদ গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন সংঘ-প্ৰধান ডা. মোহন ভাগবত। বিমান-বন্দর থেকে তাঁকে সোজা নিয়ে আসা হয়েছে হেঙেড়াবাড়ির বড়বাড়িতে অবস্থিত আরএসএস-এর উত্তর-পূর্বাঞ্চলের সদর দফতর সুদৰ্শনালয়-এ।

আজ সন্ধ্যা এবং আগামীকাল থেকে বুধবার পর্যন্ত সংঘের শতবর্ষ পূর্তি এবং সাংঠনিক কাজকৰ্মের সম্প্রসারণ, সংকল্প সহ ‘শাখা’-র মাধ্যমে সমাজে পরিবর্তনের মতো বিষয়ের ওপর সংঘের প্রচারক, বিবিধ ক্ষেত্রের অধিকারী এবং বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে কয়েকটি দফায় বৈঠক করার কথা তাঁর। এছাড়া জানা গেছে, সামাজিক রূপান্তরের জন্য সংঘের গৃহীত পাঁচটি প্রধান উদ্যোগ যেমন সামাজিক সম্প্রীতি, নাগরিক কর্তব্য, পরিবেশ সুরক্ষা, স্বদেশী পণ্যের ব্যবহার, কুটুম্ব প্রবোধন ইত্যাদি বিষয় স্বয়ংসেবকদের মাধ্যমে কীভাবে সমাজের সকল স্তরে নিয়ে যাওয়া যায়, সে সম্পর্কেও পরামর্শ উপস্থাপন করবেন তিনি।

এবারের সফরে বিশেষ কার্যসূচি সম্পর্কে আরএসএস-এর উত্তর অসম প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবমের কাছে জানা গেছে, আগামীকাল ১৮ এবং পরশু ১৯ নভেম্বর রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের শতবৰ্ষ পূর্তি উপলক্ষ্যে সুদৰ্শনালয়-এ বৌদ্ধিক, মত-বিনিময় কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন ডা. ভাগবত৷ আগামীকাল বিকাল চারটায় নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবৰ্গ, যাঁরা নানাভাবে সমাজজীবনে অবদান রেখেছেন তাঁদের নিয়ে ‘প্ৰবুদ্ধ নাগরিক সম্মেলন’ শীর্ষক অনু্ষ্ঠানে বৌদ্ধিক পেশ করার পাশাপাশি তাঁদের সঙ্গে মত-বিনিময় করবেন সংঘ-প্রধান৷ ‘প্ৰবুদ্ধ নাগরিক সম্মেলন’-এ আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট সাহিত্যিক, পত্র-পত্রিকা এবং বিভিন্ন সাময়িকীর সম্পাদক ও প্রবন্ধকার, শিল্পপতি সহ দুই শতাধিক বিশিষ্ট নাগরিকদের৷

১৯ নভেম্বর সকাল দশটায় অনুষ্ঠিত হবে যুব সম্মেলন। যুব সম্মেলনে নিৰ্বাচিত বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পপতি প্রমুখদের উপস্থিতিতে বৌদ্ধিক প্ৰদান করবেন সরসংঘচালক৷ ২০ নভেম্বরে তিনি মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন, জানিয়েছেন সংঘের উত্তর অসম প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ কিশোর শিবম।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছর গুয়াহাটিতে সংঘ-প্ৰধান ডা. ভাগবতের এটা দ্বিতীয় সফর। গত ২১ ফেব্রুয়ারি পাঁচদিনের সফরে তিনি গুয়াহাটি এসেছিলেন। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডা. মোহন ভাগবত আইআইটি গুয়াহাটিতে আয়োজিত রাষ্ট্র সেবিকা সমিতির এক বৈঠকে অংশগ্ৰহণ করেছিলেন। ২৩ ফেব্রুয়ারি সকাল সাতটায় সাউকুচিতে সাউথ পয়েন্ট হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত কয়েক হাজার স্বয়ংসেবকের উপস্থিতিতে এক বৌদ্ধিক সমারোহে বক্তব্য পেশ করেছিলেন ডা. ভাগবত।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande